ABOUT AUTHOR

test

??? ???????

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 20, 2017

গীতি কবিতার পরবর্তী ধারাঃ অতি অাধুনিক কবিতা; পঞ্চপান্ডবের অবদান

★ বাংলা গীতিকবিতার পরবর্তী ইতিহাস এক ধরণের অাধুনিক কবিতার বৈশিষ্ট্যে উজ্বল | এ গুলোকে গীতিকবিতার পরবর্তী ধারাঃ অতি অাধুনিক কবিতা বলা হয় | ১৯৩০ সালের পর থেকেই এ অাধুনিক কবিতার স্রষ্টা তথা অাধুনিক কবিগণের বিকাশ ঘটে | অাধুনিকতার অনুসারী কবিগণের মধ্যে জীবনান্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে ও অমীয় চক্রবর্তী বিশেষ উল্লেখযোগ্য | কালের দিক থেকে এ পাঁচ জন বা পঞ্চপান্ডবের কাব্যের বৈশিষ্ট্য রবীন্দ্র প্রতিভা হতে মুক্তিলাভ | পঞ্চপান্ডবের কবিতাগুলোর কতগুলো বৈশিষ্ট্য নিম্নরূপঃ

★ নগর কেন্দ্রীক যান্ত্রিক সভ্যতার অভিঘাত |
★ বর্তমান জীবনে ক্লান্তি ও নৈরাশ্যবাদ |
★ মার্কসীয় দর্শনের, বিশেষত সাম্যবাদী চিন্তাধারার প্রভাবে নতুন সমাজ সৃষ্টির অাশা |
★ ভগবান ও প্রথাগত নীতি ধর্মে অবিশ্বাস |
★ দেহজ কামনা, বাসনা, ও তৎপ্রসূত অনুভূতিকে স্বীকার করা এবং প্রেমের শরীরী রূপকে প্রত্যক্ষ করা |

♪ জীবনানন্দ দাশঃ
জন্মঃ ১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯
মৃত্যুঃ ২২ অক্টোবর, ১৯৫৪ (ড্রামের নিচে পড়ে অাহত হন এবং হাসপাতালে মারা যান |
জন্মস্থানঃ বরিশাল |
★★ তার সাহিত্যে ঠুটে উঠেছে গ্রাম বাংলার ঐতিহ্যময় প্রকৃতি |
উপাধিঃ ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি, প্রকৃতির কবি (বুদ্ধদেব বসু কর্তৃক অভিহিত), পরা বাস্তবতার কবি, বিপন্ন মানবতার নীলকণ্ঠ কবি |

★★★ কবি জীবনান্দ দাশের উপর বিদেশী গবেষক "ক্লিনটন বি" গবেষণা করেন |

কাব্যগ্রন্থঃ মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, রূপসী বাংলা, বনলতা সেন, সাতটি তারার তিমির, ঝরা পালক, ধুসর পান্ডুলিপি |
মনে রাখার নিয়মঃ এই মহাপৃথিবীর বেলা অবেলা কালবেলায় রূপসী বাংলার মেয়ে বনলতা সেন সাতটি তারার তিমিরে বসে ঝরা পালক দিয়ে ধুসর পান্ডুলিপিতে কবিতার কথা (একমাত্র প্রবন্ধ- ১৯৫৬ সাল) পান্ডুলিপি লিখছে |

★ জীবনান্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ঝরাপালক (১৯২৭), প্রথম পালক ঝরে ১৯২৭ সালে |
★ তার শ্রেষ্ঠ কাব্য বনলতাসেন | বনলতা সেন তার কাব্যের উল্লেখযোগ্য কবিতা | তার সবচেয়ে জনপ্রিয় কবিতা দ্বয় রূপসী বাংলা এবং বনলতা সেন |
★ তার কবিতায় নাগরিক জীবনের হতাশা, নিঃসঙ্গতা, বিষাদ এবং সংশয়ের চিত্র দীপ্যমান |
★ রবীন্দ্রনাথ ঠাকুর জীবনান্দ দাশের কবিকাকে বলেছেন "চিত্ররূপময় কবিতা" |

♪ অমীয় চক্রবর্তীঃ (১৯০১-১৯৮৬)
★ অাধুনিক কবিদের মধ্যে সর্বাধিক জটিল এবং দ্বিধাবিভক্ত কবি মানসের অধিকারী |
★ তিনি রবীন্দ্রনাথের ব্যাক্তিগত সচিব ছিলেন | তথাপি রবীন্দ্র প্রতিভা বিরোধী | মানে মীর জাফর |
★ প্রকাশিতব্য কাব্যঃ খসড়া, এক মুঠো, মাটির গান, অভিজ্ঞান বসন্ত, দূরবাণী, পারাপার, পালাবদল, ঘরে ফেরার দিন, হারানো অর্কিড, পুষ্পিত ইমেজ, অনিঃশেষ |
★ তার সর্বশেষ কাব্যের একটি বিখ্যাত কবিতা বাংলাদেশ, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচিত |

♪ সুধীন্দ্রনাখ দত্তঃ (১৯০১ - ১৯৬১)
★ বঙ্গদেশে অাধুনিক কবিতার প্রবীণ প্রবক্তা |
★ কবিতা গ্রন্থঃ সাত টি |
* তন্বী, অর্কেষ্ট্রা, ক্রন্দসী, উত্তর ফাল্গুনী, সংবর্ত, প্রতিদিন, দশমী |
★ ইউরোপিও বিভিন্ন কবিতার অনুবাদ গ্রন্থঃ প্রতিধ্বনি |
★ ১৯৩১ সালে তিনি পরিচয় পত্রিকার সম্পাদনা করেন |
★ সুধীন্দ্রনাথ দত্ত কখনো উপন্যাস লেখেননি |
★ তাঁর তন্বী কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করে লেখেন | তিনি বলেন- "ঋণ শোধের জন্য নয়, ঋণ পরিশোধের জন্য |

♪ বিষ্ণু দেঃ (১৯০৯-৮২)
★ অনুবাদঃ এলিয়টের কবিতা |
★ ১৯২৩ সালে কল্লোল পত্রিকা প্রকাশের ফলে জন্ম নেয়া সাহিত্য গোষ্ঠীর অন্যতম সদস্য |
★ প্রকাশিত গ্রন্থঃ উর্বশী ও অার্টেমিশ, চোরাবালি, সাত ভাই চম্পা, তুসি শুধু ২৫ শে বৈশাখ, স্মৃতিসত্তা ভবিষ্যৎ, সেই অন্ধকারে চাই, ইতিহাসের ট্রাজিক উল্লাসে, রবিকরোজ্জল নিজদেশে, দিবানিশি, চিত্ররূপমত্ত পৃথিবীর, উত্তরে থাকা মৌন, অামার হৃদয়ে বাঁচো, পূর্বমেঘ, সন্দীপের চর, অনিষ্ট, নাম রেখেছিেকোমল গান্ধার |

★ তিনি অাধুনিক বাংলা কাব্যজগতের প্রথম অস্তিবাদী কবি | রবীর ভাষায় হ্যাঁ-বাতী কবি |

♣ বুদ্ধদেব বসুঃ (১৯০৮ -৭৮)
★কবি বুদ্ধদেব বসু প্রেমের কবি | তবে এ প্রেম রোমান্টিক প্রেম নয় | দৈহিক সম্পরকটাকে তিনি বড় করে দেখিয়েছেন |
★ "বিখ্যাত কবিতা" তার সম্পাদিত পত্রিকা |
★ ১৯৭০ সালে পদ্মভূষণ লাভ করেন |
★ কাব্যগ্রন্থঃ
মর্মবাণী, বন্দীর বন্দনা, পৃথিবীর পথে, কঙ্কাবতী, দময়ন্তী, দ্রোপদীর শাড়ী, শ্রেষ্ঠ কবিতা, শীতের প্রর্থনা: বসন্তের উত্তর, অাধার অালোর অধিব, একদিন চিরদিন, স্বাগত বিদায় |
★১৯৭৪ সালে স্বাগত বিদায় কাব্যের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন |
★কাব্যনাট্যঃ তপস্বী ও তরঙ্গিণী, কলকাতার ইলেক্ট্রা ও সত্যস্বন্ধ্যা |
★ অনুবাদঃ কালিদাসের মোঘদূত |

Courtesy : কৃষিবিদ কাওছার হোসেন

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

???????