ABOUT AUTHOR

test

??? ???????

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 20, 2017

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি ১

 ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর:
১.বাংলাদেশ কবে প্যারিস জলবায়ু চুক্তির অনুসমর্থন করেন? -২১ সেপ্টেম্বর ২০১৬
২.BIDA এর পূর্নরূপ কি?--Bangladesh Investment Development Authority
২। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) যাত্রা শুরু করে কবে? --১ সেপ্টেম্বর, ২০১৬
৩। BIDA কোন মন্ত্রনালয়ের অধীন?-- প্রধাণমন্ত্রীর কার্যালয়
৪।BIDA এর গভর্নিং বোর্ডের সদস্য কত?--১৭
৫।BIDA 'র গভর্নিং বোর্ডের চ্যায়ারম্যান কে?--প্রধাণমন্ত্রী
৬।উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে?---২৩ আগস্ট, ২০১৬

৭।উপানুষ্ঠানিক শিক্ষা আইন জাতীয় সংসদে পাস হয় কবে? --১৮ নভেম্বর, ২০১৪
৮।কর দিবস কবে?--৩০ নভেম্বর
১০।জাতীয় ক্রীড়া দিবস কবে?---৬ এপ্রিল
১১।কবি শহীদ কাদরী রচিত কাব্যগ্রন্থ কোনটি?--- উত্তরাধিকার, তোমাকে অভিবাদন প্রিয়তমা, কোথাও কোন ক্রন্দন নেই।
১২।পল্লী রেশনিং কার্ডে ১০ টাকার চাল বিতরণ শুরু হয় কবে? --৭ সেপ্টেম্বর, ২০১৬
১৩।বর্তমানে দেশে মোট সরকারি মেডিকেল কলেজ কতটি?--৩৯ টি
১৪।বর্তমানে দেশে সরকারি সাধারন MBBS মেডিকেল কলেজ কতটি? -- ৩১ টি
১৫।সর্বশেষ সরকারি মেডিকেল কলেজ কোনটি? --হবিগঞ্জ মেডিকেল কলেজ
১৬।ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট কে?---মাইকেল তেমার
১৭।প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় কবে?--২২ এপ্রিল ২০১৬
১৮।
১৯।প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ কবে স্বাক্ষর করে?--২২এপ্রিল,২০১৬
২০।CTBT অনুমোদন কারী দেশ কতটি?--১৬৬
২১।১৯ সেপ্টেম্বর ২০১৬ জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা হিসেবে যোগ দেয়--আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)
২২। IOM এর সদর দপ্তর কোথায়?--জেনেভা, সুইজারল্যান্ড
২৩। IOM প্রতিষ্ঠিত হয় কবে? -- ৫ ডিসেম্বর, ১৯৫১
২৪।১৭ সেপ্টেম্বর ২০১৬ NAM এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? --নিকোলাস মাদুরো (ভেনিজুয়েলা)
২৫।১১ তম জি২০ শীর্ষ সম্মেলন কোথায় ওনুষ্ঠিত হয়? --- ৪-৫ সেপ্টেম্বর ২০১৬
২৬।১১ তম জি ২০ শীর্ষ সম্মেলন কোথায় হবে? ---হাংঝু,চীন
২৭।১২ তম জি ২০ শীর্ষ সম্মেলন কবে হবে?--- ৭-৮ জুলাই ২০১৭
২৮।১২ তম জি২০ সম্মেলন কোথায় হবে?--হামবুর্গ, জার্মানি
২৯।২৮ ও ২৯ তম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?--ভিয়েনতিয়েন,লাওস
৩০।২৮ ও ২৯ তম আসিয়ান শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়---৬-৮ সেপ্টেম্বর, ২০১৬
৩১।১৭ তম ন্যাম শীর্ষ সম্মেলন কবে ওনুষ্ঠিত হয়?--১৭-১৮ সেপ্টেম্বর, ২০১৬
৩২। ১৭ তম ন্যাম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়-- মার্গারিতা, ভেনিজুয়েলা
৩৩। ১৮ তম ন্যাম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?-- ২০১৯ সালে
৩৪।১৮ তম ন্যাম শীর্ষ সম্মেলন কোথায় ওনুষ্ঠিত হবে?--বাকু,আজারবাইজা­ন
৩৫। ২০১৬ সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? --হংকং
৪৩।দেশের প্রথম এলিভেট ওয়াকওয়ে বা উড়াল ফুটপাত কোথায় হচ্ছে?-গুলিস্তান, ঢাকা
৪৪।কোন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রথম বাংলাদেশ সফর করেন -- হেনরি কিসিঞ্জার,৩০ অক্টোবর
১৯৭৪
৪৫।জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ কে?--কোর্টিনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ)
৪৬।মিয়ানমার এ রোহিঙ্গা সংকট নিরসনে গঠিত "রাখাইন উপদেষ্টা কমিশন " এর প্রধান কে?--কফি আনান
৪৭।কবে কোন দেশে বিশ্বের প্রথম বৈদ্যুতিক সড়ক চালু হয়?--২০১৬ সালে সুইডেনে
৪৮।মাদার তেরেসাকে সেন্ট ঘোষনা করা হয় কবে?-৪ সেপ্টেম্বর ২০১৬
৪৯।বিশ্বের শীর্ষ কার্বন নিসরনকারী দেশ কোনটি? --চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
৫০।ফার্ক গঠিত হয় কবে?--১৯৬৪ সালে
৫১।4G প্রথম কবে কোথায় চালু হয়?--২০০৬ সালে দক্ষিন কোরিয়ায়
৫২।ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ কোনটি? --চীন,দ্বিতীয় ভারত
৫৩।স্মার্ট ফোন ব্যবহারে শীর্ষ দেশ---চীন, দ্বিতীয় ভারত
৫৪।কোন দেশে সর্বাধিক টাইম জোন রয়েছে---ফ্রান্স,১২ টি
৫৫৷ কবি শহীদ কাদরীর জন্ম-মৃত্যু সাল কত?
---- ১৪আগষ্ট,১৯৪২--- ২৮আগষ্ট,২০১৬৷
৫৬৷ শহীদ কাদরির কবিতার সংখ্যা কয়টি?
--- ১২৬টি
৫৭৷ কবি শহীদ কাদরী একুশে পদক লাভ করেন কত সালে?
---- ২০১১ সালে৷
৫৮৷ শেখ মুজিবর রহমানকে হত্যার প্রতিবাদে শহীদ কাদরি কোন কবিতাটি লিখেন?
--- "হন্তারকের প্রতি"
৫৯৷ ছোট পর্দার অস্কার নামে পরিচিত
---- অ্যামি অ্যাওয়ার্ড
৬০৷ এশিয়ার একমাত্র বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি?
---- "হালদা" (তৌকির আহমেদ)
৬১৷ পার্বত্য চট্টগ্রামের বিজু উৎসবটি কখন পালিত হয়?
--- পহেলা বৈশাখে
৬২৷ বাংলাদেশের চিত্রশিল্পীদের মধ্যে ইমেরিটাস অধ্যাপক হওয়ার গৌরব অর্জন করেন----
মোহাম্মদ কিবরিয়া৷
৬৩৷ মার্গারিটা মামুন একজন ----
বাংলাদেশি বংশোদ্ভূত রুশ জিমন্যাস্ট
৬৪৷ জয়নুল আবেদিনের আকা শেষ ছবি কোনটি?
--- দুই মুখ
৬৫৷ বাঘা মসজিদ বিখ্যাৎ --- পোড়ামাটির ফলকের জন্য
৬৬৷ চলচ্চিত্রকার তারেক মাসুদের তথ্যচিত্র "আদম সুরত" বাংলাদেশের কোন শিল্পীকে নিয়ে রচিত?
--- এস এম সুলতান
৬৭৷ পোড়ামাটির সেনাবাহিনী কোন দেশের প্রত্নবস্তু?
--- চীন৷
৬৮৷ চলচ্চিত্র পরিচালনা ছাড়াও সত্যজিৎ রায়ের আরেকটি বড় পরিচয় কি?
--- গ্রাফিক ডিজাইনার
৬৯৷ বাংলাদেশের কোন অঞ্চলকে রুপসী বাংলা বলে ঘোশণা করা হয়েছে?
--- সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে৷
৭০৷ বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যবল ল্যান্ডিং স্টেশন কোথায়?
--- কুয়াকাটা(পটুয়াখালী)
৭১৷ দেশের প্রথম উপগ্রহ "বঙ্গবন্ধু-১" এর উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ কবে?
--- ১৬ ডিসেম্বর,২০১৭৷
৭২৷ পায়রা সমুদ্র বন্দর কোন নদীর মোহনায়?
--- রামনাবাদ নদী
৭৩৷ আব্দুল আলিম কোন গানের শিল্পী হিসেবে অধিক পরিচিত?
--- লোক সঙ্গীত
৭৪৷ পটুয়া কাদের বলা হয়?
---- বাংলার আদি চিত্রকর
৭৫৷ ২০১৬ সালের জন্য জাতিসংঘ "মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার" পুরস্কারের জন্য নির্বাচিত হন?
--- কর্নেল ডা. নাজমা বেগম ৷
৭৬৷ বর্তমানে বিশ্বের সেরা কারখানা কোন দেশে?
--- বাংলাদেশে ( রেমি হোল্ডিং লিমিটেড)
৭৭৷ দেশে পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যা কয়টি?
--- ২৬টি
৭৮৷ সরকারী উদ্যোগে দেশে কোন জেলায় কৃষি পাঠাগার স্থাপন করা হয়েছে?
--- চুয়াডাঙ্গা
৭৯৷ বাংলাদেশ ভারত মৈত্রী ভবন নির্মিত হচ্ছে কোথায়?
---- বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা,রাজশাহী৷
৮০৷ যুদ্ধাপরাধের মামলায় এই পর্যন্ত কত জনের মৃত্যুদন্ড কার্যকর হয়েছে?
--- ৬ জন
৮১৷ বাংলাদেশের লাইফলাইন বলা হয় কোন মহাসড়ককে?
-- ঢাকা-- চট্টগ্রাম মহাসড়ক
৮২৷ স্মার্ট কার্ডের মেয়াদ হবে কত বছরের?
--- ১০ বছরের৷
৮৩৷ এশিয়ান ওয়াটার ডেভেলপমেন্ট আউটলুক ২০১৬ প্রতিবেদনে অনুযায়ী, ,
নদীর পানি দূষিত সবচেয়ে বেশি কোন দেশে?
--- বাংলাদেশে
৮৪৷ নাসার বিজ্ঞানীরা দ্বিতীয় পৃথিবী হিসেবে আখ্যায়িত করেছেন কোন গ্রহকে?
--- 'প্রক্সিমা বি'
৮৫৷ প্রথম হিজরি সন গণনা শুরু হয়---
-- ৬২২ খ্রিস্টাব্দ থেকে
৮৬৷ বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার কতটি?
--- ২৭টি
৮৭৷ বর্তমানে বাংলাদেশ পুলিশের রেঞ্জ কত টি?
--- ১০টি
৮৮৷ সর্বশেষ যে ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানে?
---- রোয়ানু
৮৯৷ কোন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের অভিষেক হয়?
--- ৭ম
৯০৷ 'বজ্র বোল্ট' নামে খ্যাত জ্যামাইকার গতিমানব উসাইন বোল্ট অলিম্পিকে স্বর্ণপদক লাভ করেন?
--- ৯টি
৯১৷ ২০২০ সালের গ্রীস্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে---
--- টৌকিও,জাপান ৷
৯২৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বাংলাদেশ সফর করেন---
--২৯ আগস্ট,২০১৬
৯৩৷ রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিশ্বকবি' উপাধিটি কে প্রথম ব্যবহার করেন?
---- ব্রহ্মবান্ধব উপাধ্যায়
৯৪৷ একুশের ইতিহাস নিয়ে প্রথম বই এর নাম কি?
--- ভাষা আন্দোলনের ইতিহাস( অধ্যাপক আবুল কাশেম)
৯৫৷ বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত সাধু পানির হ্রদের নাম কি?
--- বগা লেক ৷
৯৬৷ সর্বশেষ ক্রিয়া পুরস্কার,২০১২ ক্রিকেটে কে লাভ করেন?
--- সাকিব আল হাসান ৷
৯৭৷ বাংলাদেশে মেয়েদের ফুটবলের গোড়াপত্তন হয় কত সালে?
--- ২০০৩ সালে৷
৯৮৷ যুক্তরাষ্ট্র তথা বিশ্বের প্রথম জাতীয় উদ্যান এর নাম কি?
---- ইয়েলোস্টোন জাতীয় উদ্যান
৯৯৷ কোন মহাসাগর আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে বিভক্ত করেছে?
---- ভারত মহাসাগর
১০০৷ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইনিংসে সর্বোচ্চ রান করা দেশ কোনটি?
---- ইংল্যান্ড(৪৪৪/৩)

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

???????