ABOUT AUTHOR

test

??? ???????

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 20, 2017

দ্বিতীয় সারির গুরুত্বপূর্ণ কয়েকজন সাহিত্যিক দের সাহিত্যে


১. হেমচন্দ্রঃ (১৮৩৮ - ১৯০৩)
♪ তিনি ছিলেন মহাকাব্যের কবি |
♪অবদানঃ তিনি কাব্যের মধ্য দিয়ে তৎকালীন ইংরেজ শাসিত ভারতীয়দের, বিশেষত বাঙ্গালি শিক্ষিত মহলে স্বদেশপ্রেমের উত্তেজনা সৃষ্টি করেন |
♪ মধুসূদনের পরবর্তীকালে সর্বাধিক খ্যাতিমান কবি ছিলেন |
♪ রচিত মহাকাব্য - বৃত্রসংহার |
♪ বৃত্রসংহারঃ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচিত জনপ্রিয় অাখ্যান কাব্য | দুই খন্ডে এবং ১৫ সর্গের মহাকাব্য | বৃত্রাসুরের স্বর্গজয় এবং দধীচির অস্থিনির্মিত বজ্র দ্বারা ইন্দ্রের বৃত্র বধ ও স্বর্গ রাজ্য পুনরুদ্ধার এই কাব্যের অাখ্যান ভাগ | অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার, পৌরাণিক কাব্যের নতুন ব্যাখ্যা এবং উনবিংশ শতাব্দীর জীবন জিজ্ঞাসা ইত্যাদি মাইকেল মধুসূদন দত্তকে অনুসরণ করে | বঙ্কিম ও রবীন্দ্রনাথ এ কাব্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন |
কাব্যগ্রন্থঃ
★ চিন্তাতরঙ্গিণী (১৮৬১) - প্রথম কাব্যগ্রন্থ | এক বন্ধুর অাত্মহত্যার ঘটনা অবলম্বনে রচিত |
★ বীরবাহু
★ অাশাকানন
★ ছায়াময়ী
★ দশমহাবিদ্যা
২. হুমায়ুন কবীর (১৯০৬ - ১৯৬৯)
★ রচিত তিনটি বইয়ের নাম |
ক) নদী ও নারী (উপন্যাস)
খ) স্বপ্নসাধ (কাব্য)
গ) সাথী (কাব্য)
ঘ) অষ্টাদশী (কাব্য)
★ সম্পাদিত পত্রিকার নাম কি?
উত্তরঃ চতুরঙ্গ |
৩. হাসান হাফিজুর রহমান (১৯৩২ - ১৯৮৩)
★ তাঁর সম্পাদনায় ১৯৫৩ সালে প্রকাশিত হয় ভাষা অান্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলন "একুশে ফেব্রুয়ারি" এবং তিনি সম্পাদনা করেন "বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঃ দলিলপত্র" (১৯৮২-৮৩) | ১৫ খণ্ডে প্রকাশিত এ "স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র" সম্পাদনার জন্য,তিনি সম্মরণীয় হয়ে অাছেন |
★ একুশে ফেব্রুয়ারিঃ ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য ঢাকায় যে অাত্মদান করা হয় তার স্মরণে ১৯৫৩ সালের মার্চ মাসে হাসান হাফিজুর রহমান " একুশে ফেব্রুয়ারি" নামে একটি সাহিত্য সঙ্কলন সম্পাদনা করেন | এর প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান | এই সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা, ইতিহাস শিরোনামে ৬ টি বিভাগে মোট ২২ জন লেখক লিখেছেন | ****এই সংকলনেই প্রথম প্রকাশিত হয় অাব্দুল গাফফার চৌধুরী রচিত "অামার ভাইয়ের রক্তে রাঙ্গানো গানটি | প্রকাশের তিন সপ্তাহের মধ্যেই তৎকালীন পাকিস্তান সরকার সংকলনটি বাজেয়াপ্ত করেন |
★ রচিত তিনটি কাব্যগ্রন্থের নামঃ
ক) বিমুখ প্রান্তর (প্রথম কাব্যগ্রন্থ)
খ) অার্ত শব্দাবলী
গ) অন্তিম শরের মত
৪. হরপ্রসাদ শাস্ত্রী (১৮৫৩-১৯৩১)
★ চর্যাপদ উদ্ধার
★ উল্লেযোগ্য তিনটি গ্রন্থের নাম |
ক) হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা,
খ) কাঞ্চন মালা (উপন্যাস)
গ) বেণের মেয়ে (উপন্যাস)
৫. স্বর্ণকুমারী দেবীঃ (১৮৫৫ - ১৯৩২)
★ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যার, রবী ঠাকুরের ভগ্নী |
★ অাধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক |
★ সম্পাদিত পত্রিকার নাম - ভারতী |
★বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় হতে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন |
★ তিনটি গুরত্বপূর্ণ উপন্যাসের নাম |
ক) মেবার রাজ
খ) মালতী
গ) বিদ্রোহ
ঘ) মিলনরাত্রি
ঙ) বিচিত্রা
চ) স্বপ্রবাণী
৬. সোমেন চন্দ (১৯২০ - ১৯৪২)
★ পুরো নাম: সোমেন্দ্র কুমার চন্দ্র
★ ফ্যাসিবাদ সমর্থকদের হাতে/অাততায়ীর হাতে মারা যায় |
★ সোমেন চন্দের একটি উল্লেযোগ্য গল্পের নাম কি?
উত্তরঃ ইঁদুর |
★ ইঁদুরঃ জীবনের পরতে পরতে যে বাস্তবের অনুশীলন অামরা প্রতিনিয়ত চর্চা করে চলেছি, অামাদের শাণিত সংগ্রাম যেখানে অাটপৌরে সমাজব্যবস্থার কাছে অানত সেখানে ইঁদুরের সংগ্রাম সেই মানুষের বিরুদ্ধে | এ রকম পটভূমিকায় সোমেন চন্দের অসামাণ্য সৃষ্টি ইঁদুর | ঔপন্যাসিক হুমায়ুন অাহমেদ জানিয়েছেন- ইঁদুর পড়েই তিনি কথাসাহিত্য রচনার অনুপ্রেরণা লাভ করেন |
৭. সুনীতিকুমার চট্টপাধ্যায়ঃ
♪ বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী |
♪ ODBL (১৯২৬) রচনা করেন
♪ রবীন্দ্রনাথ ঠাকুর সুনীতি বাবুর প্রশংসা কিভাবে করেন?
উত্তরঃ 'শেষের কবিতা' গ্রন্থে সুনীতিকুমারের স্বীকৃতি অাছে | তাছাড়া রবীন্দ্রনাথ তাঁকে ভাষাচার্য উপাধি দেন |
৮. সুধীন্দ্রনাথ দত্তঃ (১৯০১ - ১৯৬১)
★ বঙ্গদেশে অাধুনিক কবিতার প্রবীণ প্রবক্তা |
★ কবিতা গ্রন্থঃ সাত টি |
* তন্বী, অর্কেষ্ট্রা, ক্রন্দসী, উত্তর ফাল্গুনী, সংবর্ত, প্রতিদিন, দশমী |
★ ইউরোপিও বিভিন্ন কবিতার অনুবাদ গ্রন্থঃ প্রতিধ্বনি |
★ ১৯৩১ সালে তিনি "পরিচয়" পত্রিকার সম্পাদনা করেন | তিনি একাধারে ১২ বছর ধরে এ পত্রিকার সম্পাদক ছিলেন |
★ সুধীন্দ্রনাথ দত্ত কখনো উপন্যাস লেখেননি |
★ তাঁর তন্বী কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করে লেখেন | তিনি বলেন- "ঋণ শোধের জন্য নয়, ঋণ পরিশোধের জন্য |
৯. সুকুমার রায়ঃ (১৮৮৭ - ১৯২৩)
★ অনুপম গল্প, নাটক, কবিতা ও প্রবন্ধ লিখে তিনি শিশুদের মন জয় করেছেন |
★ শিশুদের জন্য লেখা সাহিত্যের নাম -
ক) অাবোল-তাবোল
খ) হ-য-ব-র-ল
গ) পাগলা দাশু
ঘ) বহুরূপী
ঙ) খাই খাই
১০. সুকান্ত ভট্টাচার্যঃ
★ কিশোর কবি বলা হয় |
★ শোষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের হুঙ্কার তার কবিতায় বলিষ্ঠভাবে প্রকাশ পায় |
★ রচিত কাব্যগ্রন্থের নাম |
ক) ছাড়পত্র
খ) ঘুম নেই
গ) পূর্বাভাস
ঘ) অভিযান
ঙ) হরতাল
চ) গীতিগুচ্ছ
★ পঞ্চাশের মন্বন্তর উপলক্ষ করে তাঁর রচিত সাহিত্য সংকলন 'অাকাল' | বিভিন্ন পত্রিকা থেকে সংকলন ও সম্পাদনা করে এই কবিতাগুচ্ছের একটি মূল্যবান ভূমিকা লিখেছিলেন - সুকান্ত ভট্টাচার্য | তার জীবদ্দশায় প্রকাশিত একমাত্র গ্রন্থ |
★ উল্লেখযোগ্য কবিতাগুচ্ছঃ
ক) দুর্মর -
খ) অাঠারো বছর বয়স - মাত্রাবৃত্ত ছন্দে রচিত | ৯ বার অাঠারো শব্দটি ব্যবহৃত হয়েছে |
গ) প্রার্থী
১১. সরদার জয়েন উদ্দীনঃ
★ উপন্যাস -
ক) অাদিগন্ত
খ) অনেক সূর্যের অাশা
গ) বেগম শেফালী মির্জা
ঘ) রোদের ঢেউ
★ ছোটগল্পঃ
ক) নয়ন ঢুলি
খ) বেলা ব্যানার্জির প্রেম
গ) খরস্রোত
১২. সমরেশ বসুঃ
★ কালকূট ছদ্মনামে লেখেন |
★ উপন্যাস
ক) গঙ্গা
খ) জগদ্দল
গ) বিবর
ঘ) অমৃত কুম্ভের সন্ধানে
ঙ) সাতকাহন
১৩. সত্যেন সেনঃ
★ "উদীচী সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন |
★ উপন্যাসঃ
ক) অালবেরুনী
খ) পাপের সন্তান (বাইবেল অবলম্বনে রচিত)
গ) ভোরের বিহঙ্গী
ঘ) রুদ্ধদ্বার মুক্তপ্রাণ
ঙ) সাত নম্বর ওয়ার্ড
১৪. সত্যেন্দ্রনাথ দত্তঃ
★ ছন্দের যাদুকর |
★ বিখ্যাত কাব্যগুলোঃ
ক) সবিতা
খ) বেণু ও বীণা
গ) বেলা শেষের গান
ঘ) ছিন্নমুকুল
ঙ) বিদায় অারতি
★ তাঁর মৃত্যুর উপর রচিত 'সত্যেন- প্রয়াণ' কবিতা লেখেন নজরুল ইসলাম কাজী |
১৫. শাহ অাব্দুল করিমঃ
★ গান রচনা করেছেন এবং গেয়েছেন -
ক) অাগে কি সুন্দর দিন কাটাইতাম
খ) কেমনে ভুলিব অামি বাঁচি না তারে ছাড়া
গ) অামি কুলহারা কলঙ্কিজ
ঘ) গাড়ি চলে না, চলে না, চলে নারে
ঙ) বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
চ) গান গাই অামার মনরে বুঝাই মন অামার পাগলপারা
ছ) অাসি বলে গেল বন্ধু অাইল না
জ) অামি তোমার কলের গাড়ি, তুমি অামার ড্রাইভার
ঝ) মন কান্দে, প্রাণ কান্দে রে কান্দে অামার হিয়া
ঞ) বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

???????