ABOUT AUTHOR

test

??? ???????

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 20, 2017

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতিঃ জাতিসংঘ

জাতিসংঘঃ
জাতিসংঘ নামটি প্রথম ব্যবহার করেন
মার্কিন প্রেসিডেন্ট “ রুজভেল্ট”।
★জাতিসংঘ সৃষ্টির উদ্দেশ্যে মোট
সম্মলেন অনুষ্ঠিত
হয় ৮ টিঃ
১.লন্ডন সম্মেলন।
২.আটলান্টিক সম্মলেন।
৩.ওয়াশিংটন ডি.সি সম্মলন।
৪.মস্কো সম্মেলন।
৫.তেহরান সম্মলেন।
৬.ডাম্বারটন সম্মেলন।
৭.ইয়াল্টার সম্মেলন।
৮.সানফ্রান্সিসকো সম্মলেন।
★সনদঃ জাতিসংঘের মূল সনদে স্বাক্ষর
করে ৫০ টি দেশ সানফ্রান্সিসকো
সম্মেলনে।তবে ৫১ তম সদস্য হিসাবে
পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর
স্বাক্ষর করে।জাতিসংঘ সনদ কার্যকর
হওয়ার আগেই পোল্যান্ড স্বাক্ষর করে
বলে পোল্যান্ডকেও জাতিসংঘের সদস্য
দেশ হিসাবে গণ্য করা হয়।
২৪ অক্টোবর ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ
কার্যকর হয় বলে ২৪ অক্টোবরকে
জাতিসংঘ দিবস হিসাবে পালন করা হয়।
★প্রতিষ্ঠাতা সদস্যঃ ৫১
★বর্তমান সদস্য ১৯৩
★ সর্বশেষ সদস্য রাষ্ট্রঃ দক্ষিন সুদান
(২০১১)
★সদর দপ্তরঃ ম্যানহাটন,নিউইয়র্ক,য­
ুক্তরাষ্ট্র।
★জাতিসংঘের অফিসিয়াল ভাষাঃ ৬ টি
(ইংরেজি,ফরাসি,চীনা,আরবি,রুশ ও
স্প্যানিশ)
★জাতিসংঘের মূল সংস্থাঃ ৬টি
১.সাধারন পরিষদ।
২.নিরাপত্তা পরিষদ।
৩.অর্থনৈতিক ও সামাজিক পরিষদ।
৪.সচিবালয়।
৫.আন্তর্জাতিক আদালত।
৬.অছি পরিষদ।
নিরাপত্তাপরিষদের মোট সদস্য ১৫ টি
রাষ্ট্র।অস্থায়ী সদস্য রাষ্ট্র ১০টি
(প্রত্যেক দুই বছরের জন্য নির্বাচিত হয়)
★স্থায়ী সদস্য রাষ্ট্র ৫ টিঃ
(যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র,চীন,রাশিয়া,ফ্রান্
স)
★UN এর বর্তমান মহাসচিব-অ্যান্থনিও
গুতেরেস (৯ম),পর্তুগাল।
★UN ১ম মহাসচিব – ট্রাইগভেলি।
★জাতিসংঘের পতাকায় ছবি রয়েছ—
জলপাই গাছের(শান্তির প্রতীক)
★★ বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ
লাভ করে-১৯৭৪ সালে(১৩৬ তম সদস্য)
★★বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়
মহাসচিব ছিলেন—উ থান্ট(মায়ানমার)।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

???????