ABOUT AUTHOR

test

??? ???????

Post Top Ad

Your Ad Spot

Wednesday, November 15, 2017

দারিদ্র বিমোচনে বাংলাদেশ সরকারের পদক্ষেপ


1. বয়স্ক ভাতা চালু
2. বিধবা ভাতা চালু
3. একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু
4. উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করা।
5. মানবসম্পদ উন্নয়নের জন্য বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো।
6. বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার।
7. গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পূর্তকাজকে গতিশীল করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।
8. মাঝারি ও ক্ষুদ্র শিল্পখাত উৎসাহিত, প্রশিক্ষিত যুবক, যুব মহিলাদের সহজ শর্তে ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা।
9. দুই বছরের কর্মসংস্থানের লক্ষ্যে ইতোমধ্যে প্রচলিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচীকে পর্যায়ক্রমে সব জেলায় সম্প্রসারণ।
10. কর্মসংস্থানের জন্য বিদেশে জনশক্তি রপ্তানি।
11. কৃষি ও সেবাখাতে কর্মসংস্থানের বিদ্যমান সুযোগ-সুবিধা আরও সম্প্রসারিত করা।
12. দরিদ্র মায়েদের মাতৃককালীন ভাতা: এই খাতে ২০১৬-১৭ তে ৩০০ কোটি বরাদ্দ রাখা হয়েছে।
13. মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা:২০১৬-১৭ অর্থবছরে মুক্তিযোদ্ধাদের জন্য ২৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
14. কাজের বিনিময়ে খাদ্য(কাবিখা) ও কাজের বিনিময়ে টাকা(কাবিটা): এই কর্মসূচীরর আওতায় ২০১৬-১৭ অর্থবছরে ৫৬৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

???????